চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছে আমেরিকা ইনক্।

মহিব্বুল্লাহ আল মাসুদ চবি প্রতিনিধি:
প্রকাশিত : বুধবার, ২০২৪ ফেব্রুয়ারী ২১, ০৬:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের হাতে এক লাখ টাকা চেক তুলে দেন সংগঠনটির সভাপতি সাবিনা শারমিন নিহার। সময় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক-এর সব সদস্যকে ধন্যবাদ জানান উপাচার্য। তিনি বলেন, এভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এগিয়ে আসা উচিত। তাহলে আর্থিক প্রতিকূলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হবে না। অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সিদ্ধান্তঅনুযায়ী এই অর্থ প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যানে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী অনুদানের অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হস্তান্তর করেছেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework