জমির বিরোধই মারধর, ২৬ দিনপর বৃদ্ধের মৃত্যু


প্রকাশিত : সোমবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৯, ০৪:২৯ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত নবর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 সংর্ঘষের ২৬ দিন পর রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ২টায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নবর আলী উপজেলার অলিপুরা ইউনিয়নের অলিপুরা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় অভিযোগ উঠেছে তার ভাতিজাদের বিরুদ্ধে।

স্থানীয়রা ও নিহতের মেয়ে সাবিনা আক্তার জানান, চলতি বছরের ২৩ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ও জমিতে ট্রাক্টর নেওয়ার সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে তার বাবাকে মারধর করে তার সৎ চাচাতো ভাইয়ের ছেলে ইদ্রিস,  বাছেদ ও জয়নালসহ ৫ থেকে ৬ জন। এ সময় তাকে মারধর করলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে কয়েকদিন চিকিৎসা চলার সময় পেটে ব্যথা শুরু হলে তাকে ভৈরবের একটি হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ গত রাতে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা থানার পুলিশ। ঘটনার পর থেকেই আসামি পক্ষের লোকজন পলাতক রয়েছেন।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নবর আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework