দেশে আরো ২২ জনের দেহে ওমিক্রন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ জানুয়ারী ১৭, ১২:৩৭ অপরাহ্ন

দেশে আরও ২২ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে দেশে মোট ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।
 
সোমবার (১৭ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।  

এতে বলা হয়, নতুন আক্রান্ত ১২ জন রাজধানীর মহাখালী বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুই জন এবং চাঁনখারপুল এলাকার চার জন রয়েছেন।

নতুন করে ওমিক্রন ধরনে আক্রান্তদের মধ্যে ১২ জন পুরুষ ও নারী ১০ জন।

এর আগে ১২ জানুয়ারি দেশে ঢাকার বাইরে তিন জনের ওমিক্রন শনাক্তের খবর জানা যায়।  

দেশে সর্বপ্রথম গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার শরীরে ওমিক্রন শনাক্ত হয়। দেশে ওমিক্রনে আক্রান্ত সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর পক্ষ থেকে জানানো হয়।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework