নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে ৪ জন আহত হয়েছে


প্রকাশিত : সোমবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৯, ০২:৫৯ অপরাহ্ন

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরে ট্রেন, পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে শামী (১২), মেয়ে জান্নাত (৮), সোহেল মিয়ার স্ত্রী শান্তা (৩৮) ও মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের মো. আলীর ছেলে মো. শাহ আলম (২০)।

স্থানীয় ও মোহনগঞ্জ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি জেলার বারহাট্টা উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকায় একটি পিকআপকে ধাক্কা দেয়। পরে পিকআপটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার ৪ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বারহাট্টা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। শিশু শামীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework