নৌকায় ভোট দেওয়ায় রংপুরে দূর হয়েছে মঙ্গা: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ জানুয়ারী ১৬, ০২:০০ অপরাহ্ন

 বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আর নৌকায় ভোট দেওয়ার ফলেই রংপুরের মঙ্গা দূর হয়েছে ও কর্মসংস্থান বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশে আর কেউই ভূমিহীন থাকবে না আর দেশের উন্নয়নে এ অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।

রোববার (১৬ জানুয়ারি) সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকারের উন্নয়নমুখী নানা কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। সারা দেশের উন্নয়নের এ অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।

এক ছাদের নিচেই বিভাগীয় প্রশাসনের সব অফিস রেখে ১০ তলা অত্যাধুনিক ভবন। দেশের আটটি বিভাগের মধ্যে প্রথম বিভাগীয় এই সদর দফতর করা হয়েছে রংপুরে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও এক জায়গা থেকে সব রকম সেবা দিতে বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার সফল বাস্তবায়নের লক্ষে প্রথম নির্মিত বিভাগীয় সদরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে তৃণমূল মানুষের কাছে সব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আরও বলেন, জনগণ নৌকায় ভোট দিয়েছে বলেই আজ মঙ্গা দূর হয়েছে। রংপুর এলাকায় মানুষের কর্মসংস্থানও বেড়েছে।

এ সময় ভূমিহীনদের খুঁজে বের করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, দেশে কোনো ভূমিহীন থাকবে না।

উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ আর এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।
সব উপজেলা ও জেলা ও বিভাগীয় শহরে একই ছাদের নিচে সব সেবা দেওয়ার লক্ষে সরকার এমন কমপ্লেক্স নির্মাণ কর


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework