ডেক্স রিপোর্ট : জেয়ারতের উদ্দেশ্য মাইজভান্ডার দরবার শরীফ সফর করে গেলেন ভারতের দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার সাজ্জাদানশীন পীরে তরিক্বত খোয়াজা সাইয়্যিদ শরীফ নিযামী বাদায়ূনি বুখারী ( মুদ্দাযিল্লুহুল আলী)। গতকাল (২৮ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সফরসঙ্গীসহ শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির রওজা জেয়ারত করেন। পরবর্তীতে সাজ্জাধানশীনে দরবারে গাউসুল আজম মাইজভান্ডারি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন, নায়েবে মোন্তাজেম শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব এবং সফরসঙ্গী যথাক্রমে পীরজাদা সায়্যিদ খুরশিদ নিযামী, শাহজাদা সাইয়্যিদ তরিকুল্লাহ আল হাসানী, মুফতি সাইয়্যিদ শামসুদ্দোহা বারী, আল্লামা নুর মোহাম্মদ আল ক্বাদেরী ও জাফর আহমদ মজুমদার প্রমূখ।