যা চাচ্ছেন পাচ্ছেন তবুও হয়রানি কেন?, পুলিশের উদ্দেশে ভূমিমন্ত্রী


প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ২০, ১০:৪৪ অপরাহ্ন

থানায় গিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছেন মন্তব্য করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন পুলিশকে এর থেকে বেরিয়ে আসতে হবে। শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনারা যা চাচ্ছেন, তা-ই পাচ্ছেন। কিন্তু আপনাদের কিছু কিছু কর্মকাণ্ডে আপনাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আপনাদের অনেক ভালো কাজ আছে, সেটা নিয়ে আমরা গর্ব করি। কিন্তু থানায় গেলে সাধারণ মানুষ এখনো হয়রানির শিকার হচ্ছেন। এর থেকে বেরিয়ে আসতে হবে। মানুষকে সেবাটা সঠিকভাবে দিতে হবে। বর্তমান সরকারের আমলে আপনারা নিরাপদ, আপনাদের পরিবার নিরাপদ। তাহলে আপনাদের আর চাওয়া-পাওয়ার কী থাকতে পারে? আপনারা যদি প্রতিশ্রুতিবদ্ধ, নিবেদিত হন, তাহলে মানুষ সঠিক সেবা পাবে। পুলিশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে না।’

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরিন আখতার, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ও এ কে এম সরোয়ার কামাল।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework