রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণে দগ্ধ মোবাশ্বেরা নামে ৪ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু

অনলাইন ডেক্স
প্রকাশিত : সোমবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৬, ০৫:৩৪ অপরাহ্ন

 

নোয়াখালীর ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মোবাশ্বেরা (৪)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তিনি বলেন, ভোরে বিস্ফোরণে দগ্ধ মোবাশ্বেরা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর শ্বাসনালীতে বেশি বার্ণ ছিল।

এর আগে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই বিস্ফোরণে দগ্ধ ৫ শিশুসহ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক রাসেল নামে তিন বয়ছ বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত,গত ২৪ ফেব্রুয়ারি সকালে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১নং ক্লাস্টারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হন।

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework