৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা ইতালির

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২০ জুলাই ১০, ০৭:৩৫ পূর্বাহ্ন
বাংলাদেশিদের ইতালি প্রবেশে ৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। দু’একজন প্রবাসীর দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এই পরিণতি বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নীতিনির্ধারকরা বলছেন, সেখানে গিয়ে কোয়ারেন্টাইন অমান্য করে কাজে যোগ দিয়ে অন্যদের সংক্রমিতও করেছেন তারা। এরইমধ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটিতে পৌঁছালে রাষ্ট্রীয় খরচে তাদেরকে হোটেলে কোয়ারেন্টাইনে পাঠায় ইতালি সরকার। সেটি অমান্য করে দেশীয় খাবারের সন্ধানে বের হন কেউ কেউ। এমনকি হোটেলে কাজও শুরু করেছিলেন একজন। সেখানকার কয়েকজন কোভিড-১৯ সংক্রমিত হলে কন্টাক্ট ট্রেসিংয়ে ধরা পড়ে পুরো ঘটনা। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ থেকে যাওয়া আরেকটি ফ্লাইটে কয়েকজন কোভিড পজেটিভ শনাক্ত হন। এরপর এক সপ্তাহের জন্য ঢাকার সাথে ফ্লাইট বাতিল করে তারা। বুধবার আবারো কাতার হয়ে ইতালি যান দেড় শতাধিক বাংলাদেশি। তাদের এরইমধ্যে ফেরত পাঠিয়েছে দেশটি। ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এসব ঘটনায় রীতিমত বিব্রত বাংলাদেশ। জনসচেতনতার পাশাপাশি বিদেশগামীদের কোভিড রিপোর্টের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনকে আরও সতর্ক থাকার তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework