রাংগামাটির বাঘাইছড়িতে স্বাধীনতার ৫০ বছর পূর্তী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র্যালী প্রদর্শিত হয়েছে।
১৮ আনসার ব্যাটালিয়ন মারিশ্যার আয়োজনে পহেলা ডিসেম্বার ৷
সকাল ১০ ঘটিকায় ৫০ জন আনসার যুবক ৫০ টি জাতীয় পতাকা সম্বলিত র্যালিটি উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে।
এসময় কোম্পানী কমান্ডারদের সাথে রেখে র্যালিতে নেতৃত্ব দেন, ১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ সোহাগ পারভেজ।
এসময় তিনি ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিণিময়ে অর্জিত স্বাধীনতা দিবসের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।