রাঙামাটির বাঘাইছড়িতে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩ তম শুভ জম্মদিন ও শিশু কিশোর দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসুচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৮.৩০মিঃ দলিয় কার্যালয় বেগম ফজিলাতুন্নেছা কমপ্লেসের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী হোসেন, সঞ্চালনা করেন যুগ্ন সাধারণ সম্পদক রতন দাশ।
সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দানবীর চাকমা, মোঃ খায়ের আহম্মদ, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র জমির উদ্দিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগ সভাপতি মামুনর রশিদ, উপজেলা ছাত্রলীগ আহবায়ক সনি দে, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জগৎ দাশ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নূর আলম খোকন, শ্রমিকলীগ সভাপতি রফিক আলী সহ প্রমুখ।
সভায় বক্তাগণ বিএনপি জামায়াতের নৈরাজ্যর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে সকল নেতাকর্মীকে ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করা হয়। পাশাপাশি সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা উল্লেখ করে জনগণের পাশে থেকে সকল কর্মীদের নিরলস ভাবে কাজ করার আহ্বান করা হয়।আগামী সংসদ নির্বাচনে সকল সড়যন্ত্র মোকাবেলা করে আবারো ২৯৯ আসনের সংসদ সদস্য দিপংকর তালুকদারকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান করা হয়।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম উৎসব উপলক্ষে দোয়া মাহফিল শেষে কেকে কাটার মধ্যে দিয়ে সভা সমাপ্তি করা হয়।