রাংগামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মাষ্টার পাড়া গ্রামের ঈমান আলীর বাড়িতে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক নারীকে আটক করে বাঘাইছড়ি থানা পুলিশ।
৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন খান এর নেতৃত্বে নিয়মিত মাদক অভিযানের অংশ হিসেবে মাস্টার পাড়ার চিহ্নিত মাদক ব্যাবসায়ী ঈমান আলীর বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি সাতশত পঞ্চাশ গ্রাম গাঁজা সহ ঈমান আলীর স্ত্রী রওশন আরা (৪৫)আটক করা হয়।
বাঘাইছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন খান জানান, আমরা বাঘাইছড়ি কে মাদক মুক্ত করার লক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করছি যারা আমাদের চোখ ফাঁকি দিয়ে মাদক সেবন বা ব্যাবসার সাথে জড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা গোয়েন্দা নজর দারি বাড়িয়েছি তারই অংশ হিসেবে আমরা আজকে অভিযান চালিয়ে গাঁজা সহ এক নারীকে আটক করতে সক্ষম হই তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে নিয়মিত মামলা রুজু করা হবে।