রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮শে নবেম্বর সকাল দশটায় খেদারমারা জেলা পরিষদ রেস্ট হাউজে হলে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।উক্ত কর্মী সমাবেশে খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মদন কান্তি দে এর সভাপতিত্বে খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুয়েল চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার মিয়া,সহ সভাপতি খায়ের আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন।
আরো বক্তব্য রাখেন বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি জমির হোসেন,বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আতাউর রহমান,বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক রতন দাশ,বাঘাইছড়ি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আঁ জলিল,বাঘাইছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন,বাঘাইছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ, খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে যিনি অত্র এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে পারেন এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অনুরোধ করেন।এবং যেসকল ইউনিটের কমিটি অসমাপ্ত রয়েছে সেই কমিটি গুলো দ্রুত করার আহ্বান জানান।