সীতাকুণ্ড প্রতিনিধি (চট্টগ্রাম)
জনগণের সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের প্রকল্প সমাপনি সভা সম্পন্ন হয়েছে ।
২৪ জানুয়ারি (বুধবার) সীতাকুণ্ড উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিব উল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন্নেচছা বেগম, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন ইপসা সিভিক প্রকেল্পর টিম লিডার ডেপুটি ডিরেক্টর খালেদা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা সিভিক প্রকল্পের ফোকাল পার্সন মোঃ শাহজাহান। সভায় সমানপনী বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী ।
ইপসা সিভিক প্রকল্পের সীতাকুণ্ড উপজেলা ম্যানেজার শাহ সুলতান শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, কুমিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান মিয়া, সীতাকুণ্ড এম এ কামেল মাদ্রাসার প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, শংকরমঠ সংস্কৃতিক কলেজের প্রভাষক নেপাল কৃঞ্চ ভট্টাচার্য, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পারভিন আক্তার, উপজেলা জামে মসজিদের খতিব মোঃ জসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ ও স্কুলের ছাত্র-ছাত্রী বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, ইপসা সিভিক প্রকল্পের কার্যকম খুবই প্রয়োজন। এটি চলমান রাখা উচিৎ বলে তিনি মনে করেন। এসময় তিনি প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন।