ওয়েব সিরিজে একসঙ্গেতাঁরা চারজন

বিনোদন প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ ডিসেম্বর ০৯, ১১:১২ পূর্বাহ্ন

জাকিয়া বারী মম গত মাসে শেষ করেছেন ‘ওরা ৭ জন’ ছবির শুটিং। খিজির হায়াত খান পরিচালিত এ ছবিতে মমকে দেখা যাবে নারী মুক্তিযোদ্ধার চরিত্রে। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মর্নিং কফি’। এতে মম অভিনয় করেছেন আফজাল হোসেনের সঙ্গে। বাশার জর্জিস পরিচালিত মর্নিং কফিতে অভিনয়ে ভালোই প্রশংসা পাচ্ছেন মম।

এরই মধ্যে মম যুক্ত হয়েছেন নতুন ওয়েব সিরিজে। জানা গেছে, ৭ ডিসেম্বর থেকে তিনি শুরু করেছেন নতুন এই ওয়েব সিরিজের শুটিং। শুটিং শুরু হলেও সিরিজের নাম এখনো ঠিক হয়নি। প্রাথমিকভাবে কয়েকটি নাম নির্বাচন করা হয়েছে। সেখান থেকে একটি বেছে নেওয়া হবে। সিরিজটি বানাচ্ছেন নাট্যনির্মাতা কৌশিক শংকর দাশ। সিরিজটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। এতে মমর সঙ্গে জুটি বেঁধেছেন সোহেল মণ্ডল। সিরিজটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

‘তাকদীর’, ‘ঊনলৌকিক’, ‘বলি’ দিয়ে প্রশংসা পাওয়া সোহেল এবারই প্রথম অভিনয় করছেন মমর সঙ্গে। সোহেল মণ্ডল বলেন, ‘এত দিন যে ধরনের চরিত্রে অভিনয় করেছি, তার থেকে এ সিরিজে আমার চরিত্রটি আলাদা। অভিনেতা হিসেবে মূল চ্যালেঞ্জটা সেখানেই।’

নির্মাতা কৌশিক শংকর দাশ জানিয়েছেন, ছয় পর্বের এ সিরিজে থাকছেন অভিনেত্রী ত্রপা মজুমদার। এ সিরিজ দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে ত্রপার। আরও অভিনয় করছেন চিত্রনায়িকা তমা মির্জা। এবারই প্রথম একসঙ্গে অভিনয় করছেন এই চার অভিনয়শিল্পী। চরকির ‘খাঁচার ভেতর অচিন পাখি’ মুক্তির পর ইদানীং ওয়েব কনটেন্টেও চাহিদা বেড়েছে তমার।

শুটিং শুরুর আগে সপ্তাহখানেক অভিনয়শিল্পীরা একত্রে রিহার্সাল করেছেন। নির্মাতা কৌশিকের সঙ্গে বসে চিত্রনাট্য পড়েছেন, বুঝে নিয়েছেন চরিত্রের ধরন। নির্মাতা বলেন, ‘এটি সাইকোলজিক্যাল থ্রিলার। চরিত্রগুলো একটা অপরাধে জড়িয়ে পড়ে। এখন যে ধরনের সিরিজ বেশি হচ্ছে, তা থেকে বেরিয়ে নতুন ধরনের কিছু করতে চাচ্ছি। সে জায়গা থেকে এ গল্পে বাহ্যিক কর্মকাণ্ডের চেয়ে মানসিক বিষয় বেশি গুরুত্ব পাবে। সিরিজের মূল চরিত্রে যাঁরা অভিনয় করছেন, তাঁরা এর আগে একে অন্যের সঙ্গে অভিনয় করেননি। ১৬ ডিসেম্বরের মধ্যে শুটিং শেষ করার ইচ্ছা আছে।’

চলতি বছরের আলোচিত সিরিজ ‘মহানগর’-এর পর এটিই হতে যাচ্ছে মমর দ্বিতীয় ওয়েব সিরিজ। মম বলেন, ‘এর গল্প, চরিত্র—সব কিছুই আমার খুব ভালো লেগেছে। কৌশিক দার পরিচালনায় এর আগে অনেক নাটকে অভিনয় করেছি। তাঁর প্রথম ওয়েব সিরিজে আমাকে ভেবেছেন, এতে আমি কৃতজ্ঞ। আশা করছি, চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব।’


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework