তটিনীকে মনের কথা বলতে জোভানের কেমন পরিকল্পনা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৯, ০৪:৫৬ অপরাহ্ন

নদীকে ভালোবাসে আবির, কিন্তু বলতে পারে না। নদীকে মনের কথা বলার জন্য সবাইকে নিয়ে নির্জন পাহাড়ি এক রিসোর্টে যায় আবির।

বন্ধু বান্ধব সবাই সহযোগিতা করে আবিরকে সে যেন নদীকে মনের কথাটি বলতে পারে। কিন্তু কোনো কাজ হয় না।

আবির নদীর সামনে এলেই এলোমেলো হয়ে যায়। এক সময় সব বন্ধু-বান্ধব বিরক্ত হয় আবিরের ওপর। তারা আবিরকে ফেলে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তখনই এগিয়ে আসে রিসোর্টের মালিক। সে এক রহস্যময় চরিত্র। এরপর নানা নাটকীয় ঘটনা ঘটতে থাকবে।  

এমনই গল্পে নির্মিত হয়েছে ‘বলতে চাই’ শিরোনামের নাটক। যেখানে নদীর চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী। তার বিপরীতে আবিরের ভূমিকায় দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে।  

‘বলতে চাই’ নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন রাফাত মজুমদার। এর বিশেষ একটি চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান।  

নির্মাতা সূত্রে জানা গেছে, শুক্রবার (০১ মার্চ) রাত ১০টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির পর্দায় প্রচার হবে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework