ভারতে অভিষেকেই পুরস্কৃত ফারিণ


প্রকাশিত : বুধবার, ২০২৪ জানুয়ারী ১৭, ০২:৩৪ অপরাহ্ন

 বিনোদন ডেক্স :  
কলকাতায় রোববার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পুরস্কার প্রদান ‘সিনেমায় সমাবর্তন’। ২০২৩ সালে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ দিয়ে চলচ্চিত্রে ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এবার সিনেমাটির জন্য সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার পেলেন বাংলাদেশি এই অভিনেত্রী। তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন নির্মাতা অতনু ঘোষ।
পুরস্কার প্রাপ্তির খবর জানিয়ে সামাজিকমাধ্যমে ফারিণ লেখেন, ‘আমার প্রথম সিনেমা আরও এক পৃথিবীর জন্য ২০২৩ সালের সেরা সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে আমাকে সম্মানিত করায় ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। আমি সত্যিই সেখানে থাকতে চেয়েছিলাম, তবে অতনু দা আমার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আমার ওপর আস্থা রাখার জন্য অতনু দাকে ধন্যবাদ। সিনেমাটিতে আমাকে কাস্ট করার জন্য ইস্কায় মুভিজকে ধন্যবাদ। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞতা জানাই। ’
তবে এ আসরে ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পেয়েও পুরস্কার পাননি জয়া আহসান। এই বিভাগে পুরস্কৃত হয়েছেন মমতা শঙ্কর। ‘পালান’ সিনেমার জন্য এই সম্মাননা পেলেন অভিনেত্রী। তবে ২০২৩ সালে এ আয়োজনে ‘বিনিসুতোয়’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework