মা হচ্ছেন পরীমণি, কাজে বিরতি নেবেন

বিনোদন প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ জানুয়ারী ১০, ০৬:২৩ অপরাহ্ন

মা হতে চলেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। সোমবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর জানিয়েছেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

শরিফুল রাজ সোমবার দুপুরে একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, অভিনন্দন রাজ। ধন্যবাদ পরীমণি।

জানা গেছে, ‘গুণীন’ সিনেমার সেটে তারা প্রেমে পড়েন। তিনদিন আগে ওই সিনেমার পরিচালক গিয়াসউদ্দীন সেলিমকে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানান পরীমনি।

শরিফুল রাজ ফেসবুকে এই ছবিটি পোস্ট করে নিজেকে অভিনন্দন এবং পরীমণিকে ধন্যবাদ জানায়।

পরীমণি জানিয়েছেন, কয়েকদিন ধরেই বিষয়টি তিনি বুঝতে পারছিলেন। সোমবার দুপুরে ডাক্তারের কাছে গেলে তা নিশ্চিত হওয়া যায়। মা-বাবা হতে চলছেন শুনে পরীমণি ও শরিফুল রাজ দু’জনেই কান্না করেছেন, এমনটাও উল্লেখ করেছেন তিনি।

এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না জানিয়ে এ অভিনেত্রী বলেন, আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। মা হতে যাওয়ায় পরীমণি কয়েক মাসের জন্য অভিনয় থেকে বিদায় নেবেন বলে জানা গেছে।

গত বছরের ১৭ অক্টোবর এই অভিনেত্রী ও অভিনেতার বিয়ে হয়েছে বলে জানান পরীমণি। এছাড়া ওই বছরের ১৮ নভেম্বর ‘ন ডরাই’ খ্যাত অভিনেতা শরিফুল রাজের জন্মদিন পালন করেও বেশ নজর কেড়েছিলেন পরীমণি। যদিও তখন প্রকাশ্যে আসেনি এই দু’জনের মধ্যে বিয়ের খবর।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework