করোনা : চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৭
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ এপ্রিল ০৫, ১১:৫৮ পূর্বাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৭ জনের দেহে। এদের মধ্যে ২৮০ জন নগরীর ও ২৭ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৮০৭ জনে।
সোমবার (৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, গতকাল রবিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ৩০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৬৬ শতাংশ।
তবে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৯৫ জন।