চট্টগ্রামের কর্ণফুলীতে পানিতে ডুবে আনাস (১৯ মাস ) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) বিকালে কর্ণফুলী উপজেলার ২নং বড়উঠান ইউনিয়ন ৪ ওয়ার্ডের রিজু চেয়ারম্যানের বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে। মৃত আনাস ওই এলাকার ফজলুল কাদের (লিটন) ছেলে।
চাচা শহিদুল ইসলাম জানান, দুপুরের দিকে মা রান্নার কাজে ছিলো, সে সময় শিশুটি ২ তলা থেকে সিঁড়ি বেয়ে নিছে খেলতে নেমে যায়,ঘরের সাথে পুকুরে হওয়ায় খেলতে খেলতে একসময় পুকুরে পড়ে গিয়ে চিৎকার করে উঠে, সেটি মা শুনে, তার মা মনে করছিলো হয়তো ওকে কেউ আদর করছে হয়তো সেজন্য কান্না করতে মনে করে আর দেখিনি, কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে স্হানীয়দের নিয়ে বাড়ির পুকুরে খোজাঁখুজি পর পাওয়া যায় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।