গণপরিবহনে হাফ ভাড়া চান চট্টগ্রামের শিক্ষার্থীরাও

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ ডিসেম্বর ০১, ০৫:১৪ অপরাহ্ন

 গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবিতে আন্দোলন করছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা।

বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১১টার দিকে নগরের চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা।

ঢাকার শিক্ষার্থীরাই কি শুধু পড়ালেখা করে এমন প্রশ্ন রেখে আন্দোলনকারীরা বলেন, সিদ্ধান্ত হলে সবার জন্য তা প্রযোজ্য হতে হবে। এখানে বৈষম্য সৃষ্টি করার সুযোগ নেই। তেলের দাম কি শুধু ঢাকা শহরের জন্য বাড়ানো হয়েছে? ঢাকায় নয়, সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করতে হবে।  

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। যান চলাচল যাতে বাধাগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি। 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework