গাড়ির জানালা দিয়ে মোবাইল টান দেয় ওরা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ জুলাই ০২, ০৪:১১ অপরাহ্ন
চলন্ত বাসে জানালার পাশে বসা যাত্রীদের টার্গেট করে টান দিয়ে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল। মোবাইল ছিনিয়ে নিয়ে মুহূর্তেই সড়কে গায়েব হয়ে যায় তারা। এসব মোবাইল আবার বিভিন্ন এলাকায় রাস্তায় দাঁড়িয়েই কম দামে বিক্রি করে দেয় ছিনতাইকারী দলের সদস্যরা। ছয় সদস্যের এই দলে চারজনের কাজ চলন্ত বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া আর দুইজনের কাজ এসব মোবাইল বিক্রি করা। এমন একটি ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেফতারের পর বৃহস্পতিবার (২ জু্লাই) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ছয়জন হলো- মো. জনি (২১), মো. বাহার (২০), মো. সাজু (২২), মো. আরাফাত হোসেন (২৪), জনি (২০) ও মো. হৃদয় (২৫)। এদের মধ্যে আরাফাত ও হৃদয় ছিনতাই করা মোবাইল বিক্রি করে এবং অন্যরা চলন্ত বাস থেকে যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাই করে বলে জানিয়েছে পুলিশ। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ছিনতাই করা আটটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এসআই মো. রবিউল ইসলাম বলেন, ছিনতাইকারী চক্রের চার সদস্য চলন্ত বাসে জানালার পাশে বসা যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাই করে। মোবাইল ছিনিয়ে নিয়ে মুহূর্তেই সড়কে গায়েব হয়ে যায় তারা। দুই সদস্য এসব মোবাইল বিক্রি করে।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework