চট্টগ্রামে করোনায় আরো ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৭

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ জুলাই ০৭, ১০:১৭ পূর্বাহ্ন
চট্টগ্রামে গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৯৭ জন। মারা গেছেন তিন জন, আর সুস্থ হয়েছেন আরো ৪৯ জন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। জানা যায়, গত একদিনে ১ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ২৯৭ জনের নমুনায়। নতুন করে আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ২২৯ জন। বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬৮ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১০ হাজার ৪৭৭ জন। আরো তিন জন সহ এ পর্যন্ত মারা গেছেন ১৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪২৬ জন। চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ এপ্রিল।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework