চট্টগ্রামে নতুন আক্রান্ত ৩৩২ জন, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ আগস্ট ২১, ১০:৩৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের শরীরে করোনা  শনাক্ত হয়েছে। এইদিন মৃত্যুবরণ করেছেন ৪ জন।

শনিবার (২১ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,  এদিন নতুন আক্রান্ত  ২০৮ জন মহানগর এলাকার এবং ১২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

এছাড়া মৃত্যুবরণকারী ৪ জনের মধ্যে ৩ জন বিভিন্ন উপজেলার এবং ১ জন মহানগরের বাসিন্দা।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার কিছু নিম্নগামী হলেও এখনও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চলাচলে বিধিনিষেধ তুলে দেওয়া মানে এই নয় যে করোনার সংক্রমণ কমে গেছে। নিজেকে এবং পরিবার সুস্থ রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework