চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ১১৯ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ জানুয়ারী ১০, ১১:১০ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৫ দশমিক ৮৫ শতাংশ।
এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

সোমবার (১০ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ১০১ জন মহানগর এলাকার ও ১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩০২ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৭৬৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৪৩৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৪ জনের মধ্যে ৭২৪ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework