চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ নভেম্বর ২৫, ০২:৪৩ অপরাহ্ন

গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১টার দিকে নগরের দুই নম্বর গেট এলাকায় তারা বিক্ষোভ করে।
এসময় সড়কে যানজট সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনে ছাত্রফ্রন্টসহ কয়েকটি বাম ছাত্র সংগঠন যুক্ত হয়। আমরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। যে কোনও দাবি নিয়ে আন্দোলন করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে এবং সাইফুর রুদ্র, মিরাজ উদ্দিনসহ কয়েকজনকে আটক করে।  

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছিল। পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। তাদের আন্দোলনের কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হয়। তাই তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হয়। এসময় কাউকে আটক করা হয়নি।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework