চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার থেকে অস্ত্র ব্যবসায়ী মোঃ রিয়াদ গ্রেফতার করেছে র্যাব -৭।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২টায় র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ৫টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ এবং ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়া যাচ্ছিল চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় একটি অস্ত্রের সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা বিভিন্ন কাজে অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। এরই ধারাবাহিকতায়, র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লোহাগাড়া থানাধীন পদুয়া এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদ তার বসত ঘরে মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিক্রির উদ্দেশে মজুদ করে রেখেছে। এই সংবাদের ভিত্তিতে ১৯ জুন রাতে অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী রিয়াদকে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় এসব অস্ত্র তারা মূলত তিন ধরনের কাজে ব্যবহার করত। প্রথমত মাদকদ্রব্য কেনা বেচার সময় বেকআপ দেওয়া, দ্বিতীয়ত তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাসানোর জন্য এবং তৃতীয়ত নির্বাচন বা বিভিন্ন উপলক্ষ্যে অস্ত্র ভাড়া দিত বা অনেকসময় নিজেরাও ভাড়াটে হিসেবে কাজ করত।