ন্যাশনাল পিপলস পাটির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন ছালু বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালে আনতে সরকারকে বাধ্য করতে হবে। জনগণের ভোটাধিকার সুনিশ্চিত হলে আগামীতে সব আসনে অংশগ্রহন করবে এনপিপি।
শনিবার ১৭ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব আব্দুল খালেক মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি চট্টগ্রাম মহানগর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
ন্যাশনাল পিপলস পাটির চট্টগ্রাম মহানগর এর সদস্য সচিব লায়ন মোঃ নুর উদ্দিন এর সঞ্চালনায় ও আহ্বায়ক লায়ন মোহাম্মদ কামাল পাশার সভাপতিত্বে প্রেসিডেন্ট সদস্য সৈয়দ মাহবুবুল হক আক্কাস, আশা সিদ্দিক, ডঃ মুহাম্মদ জাহেদ খান, রাজনৈতিক উপদেষ্টা সাবের আহমদ, ইকবাল হাসান স্বপ্ন, শেখ জামাল উদ্দিন, আলী কিসমত সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
পরে আগামী দুই বছরের জন্য ন্যাশনাল পিপলস পাটি চট্টগ্রাম মহানগরের ৫১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মোহাম্মদ কামাল পাশা সভাপতি, এম এ ওয়াদুদ সিনিয়র সহ-সভাপতি ও মোঃ নুর উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।