আকবর শাহ থানা পুলিশ পরোয়ানাভুক্ত পলাতক আসামি বেলাল উদ্দিন জুয়েলকে গ্রেফতার করেছে ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের বিশ্ব কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, পরোয়ানাভুক্ত পলাতক আসামি বেলাল উদ্দিন জুয়েলকে বুধবার রাতে নগরের নগরের আকবর শাহ বিশ্ব কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।