পাহাড়তলীর কারখানা শিশুখাদ্য বানায় বিষাক্ত কেমিক্যালে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ জুলাই ১২, ০৭:০৮ অপরাহ্ন
চট্টগ্রামের পাহাড়তলীতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে শিশুখাদ্য তৈরি ও বাজারজাতের দায়ে বিসমিল্লাহ ফুড প্রোডাক্ট নামের একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম নগর শাখার তথ্যের ভিত্তিতে রোববার (১২ জুলাই) দুপুরে বশির শাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়জুল্লাহ। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ও চিপস তৈরির মেয়াদোত্তীর্ণ কাঁচামাল জব্দ করা হয়েছে। এছাড়া কারখানাটি প্রাণের ডিং ডং চিপসের মোড়ক ব্যবহার করে নকল চিপস তৈরি করছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়জুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটি বিষাক্ত ক্যামিকেল দিয়ে শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করছে। খবর পেয়ে আমরা কারখানাটিতে অভিযান চালিয়েছি। এছাড়া কারখানা ও পণ্যের কোনো অনুমোদন নেই। তাই কারখানাটি সিলগালা এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework