ফটিকছড়িতে হচ্ছে না সমাবেশ, পিছু হটলো দু'পক্ষই

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ আগস্ট ২৭, ০৩:৫৫ অপরাহ্ন

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দুইপক্ষের একই সময়ে একই এলাকায় ডাকা সমাবেশ হচ্ছে না। স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত পিছু হটেছে তারা।

সিদ্ধান্ত নিয়েছে সমাবেশ না করার।  

শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করা হয়।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে একই সময়ে দুইটি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।  

শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ আইন বলবৎ থাকবে বলেও জানান তিনি।

নির্দেশনা বাস্তবায়নে ফটিকছড়ি থানা ইনচার্জকে নির্দেশ ও আইন অমান্যকারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ ও ফটিকছড়ি সরকারি বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্রলীগ যৌথভাবে কলেজ ক্যাম্পাসে শুক্রবার (২৭ আগস্ট) বিকালে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয়।

একইস্থানে ফটিকছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা মুক্তার নেতৃত্বে উপজেলা মহিলা আওয়ামী লীগের একাংশ একইস্থানে শোক দিবসের আলাদা কর্মসূচি ঘোষণা করে। ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাদের অনুসারী হিসেবে পরিচিত।  

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ডের আশেপাশের পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুইপক্ষই সমাবেশ থেকে পিছু হটেছে। সকাল থেকে কোনও সমস্যা হয়নি।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework