চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় রয়েল কোচ বাসের সঙ্গে কারের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ দুর্ঘটনায় নগরের মুরাদপুর থেকে বাকলিয়া এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, সকালে কালামিয়া বাজারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহত সবাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় বাসের সামনের অংশ ও প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেছে। এতে মুরাদপুর থেকে বাকলিয়া পর্যন্ত তিন ঘন্টারও বেশি সময় ধরে যানজটে আটকে আছে মানুষ। অন্যদিকে গাড়ি না চলায় শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে।