বাকলিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৫, দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ ডিসেম্বর ১৬, ১১:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় রয়েল কোচ বাসের সঙ্গে কারের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ দুর্ঘটনায় নগরের মুরাদপুর থেকে বাকলিয়া এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, সকালে কালামিয়া বাজারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহত সবাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনায় বাসের সামনের অংশ ও প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেছে। এতে মুরাদপুর থেকে বাকলিয়া পর্যন্ত তিন ঘন্টারও বেশি সময় ধরে যানজটে আটকে আছে মানুষ। অন্যদিকে গাড়ি না চলায় শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework