শিশুর পরিচয় উদঘাটনে বেকায়দায় চট্টগ্রাম পুলিশ
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ১৩, ০৩:৪৪ অপরাহ্ন
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে শাহ আমানত সেতু এলাকায় পুলিশের চেকপোস্টে কক্সবাজার থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয় দুই শিশুকে।
শিশু দুটি নিজেদের মাদ্রাসার ছাত্রী দাবি করে জানিয়েছে, ৫ জন তরুণ বেড়ানোর নাম করে তাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে এসেছে। পুলিশ বলছে, তারা যে ঠিকানা দিয়েছে তার সত্যতা মিলছে না।
সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, তারা যে কথা বলছে; তার সঙ্গে মিলছে না। কেন এল, কীভাবে এসেছে; সেটি খতিয়ে দেখা হচ্ছে।
কক্সবাজার সদরের লার পাড়া আল মাফিয়া হেফজখানার শিক্ষার্থী দাবি করে দুই শিশু জানায়, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে বের হয়ে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় এলে তাদের সঙ্গে ৫ জন তরুণ কথা বলে। এরপর ওই তরুণরা চট্টগ্রামে বেড়ানোর নাম করে বাসে তুলে নেয়। কিন্তু মইজ্জ্যার টেক এলাকায় পুলিশের তল্লাশি দেখে তরুণরা গাড়ি থেকে নেমে পড়ে।
দুই শিশুর পরিচয় উদঘাটনের পাশাপাশি যে তরুণরা তাদের চট্টগ্রাম নিয়ে এসেছে তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। সে সঙ্গে শিশুদের কক্সবাজার থেকে চট্টগ্রাম আনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান সিএমপির অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আবদুর রউফ। এর সঙ্গে মানব পাচারের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
তবে একটি সূত্রে জানা গেছে, দুজনই রোহিঙ্গা শিশু। দুই তরুণের সহযোগিতায় উখিয়ার আশ্রয় শিবির থেকে এ দুজনসহ মোট ৫ শিশু পালিয়ে চট্টগ্রাম আসে। এর মধ্যে তরুণরা তিন শিশুকে নিয়ে যেতে পারলেও পুলিশের চেকপোস্টে এ দুজন আটকা পড়েছে।
২৪ টিভি/এডি