শেভরনে করোনা পজেটিভ, ইম্পেরিয়ালে নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২০ জুলাই ০৩, ০৯:৩০ পূর্বাহ্ন
একজনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় শেভরন ডায়াগনস্টিক সেন্টারে পজেটিভ ও ইম্পেরিয়াল হাসপাতালে নেগেটিভ রিপোর্ট এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই রোগী বলেন, শেভরনে ২৫ জুন নমুনা দিয়ে ২৮ জুন রিপোর্টে করোনা পজেটিভ আসে। সিউর হওয়ার জন্য ইম্পেরিয়াল হাসপাতালে ৩০ জুন নমুনা দিয়ে ১ জুলাই রিপোর্ট পাই। ওই রিপোর্টে করোনা নেগেটিভ আসে। নগরের চকবাজারের বাদুরতলায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকা ওই ব্যক্তি বলেন, এখন আমি কোনটাকে সঠিক মনে করবো? শেভরনে গেলে বলবে তাদেরটা সঠিক আর ইম্পেরিয়ালে গেলে বলবে তাদেরটাও সঠিক। আমি সন্দেহের মধ্যে আছি। এরপরও স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসকের পরামর্শে ওষুধ চালিয়ে যাচ্ছি। চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, বিভিন্ন কারণে রিপোর্ট পরিবর্তন হতে পারে। যখন প্রথম নমুনা নেওয়া হয়েছিলো তখন করোনার উপস্থিতি ছিলো, পরের নমুনায় হয়তো তার করোনা ছিলো না তাই নেগেটিভ এসেছে। তারপরও কেউ অভিযোগ দিলে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবো

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework