শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সূবর্ণজয়ন্তীর অনলাইন রেজিস্ট্রেশন শুরু


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ ডিসেম্বর ০৯, ১১:০৬ অপরাহ্ন

সাতকানিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি(সূবর্ণ জয়ন্তী) উদযাপন উপলক্ষ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)  সন্ধ্যা থেকে গুগুল ডক ফরমের পূরণের মাধ্যমে এই রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশন ফরম লিংক : https://forms.gle/jBxKYQ6vAF1tuJwBA

নিয়মাবলী:
১. লিংকে ক্লিক করে ফরম টি ওপেন করতে হবে।
২. ফরমটি ওপেন হলে একটা বিকাশ মার্চেন্ট নাম্বার : 01868909020 দেখা যাবে। এই নাম্বার ৫১০ টাকা পেমেন্ট করতে হব।
২. নাম, পিতার নাম, ব্যাচ/এসএসসি পাশের সাল, মোবাইল নম্বর, ঠিকানা(অফশনাল), বিকাশ পেমেন্টের ট্রানজেকশন নাম্বার(অপশনাল), ছবি(অপশনাল) এগুলো পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে।

ফরমে আপনার তথ্যাদি সাবমিটের পূর্বে অথবা সাবমিটের সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে 01868909020 নাম্বারে বিকাশের পেমেন্ট অপশন দিয়ে 510 টাকা রেজিস্ট্রেশন ফি পাঠাতে হবে। উল্লেখ্য যে, বিকাশের পেমেন্ট অপশন দিয়ে টাকা পাঠানোর সময় রেফারেন্স এর ঘরে আপনার ব্যাচ, সংক্ষিপ্ত নাম ও মোবাইল নাম্বার কোন স্পেস, কমা, হাইফেন না দিয়ে লিখে দিতে হবে (উদাহরনঃ 1975Rahim01859394571)।

বি.দ্রঃ *247# ডায়াল করে পেমেন্ট করলে কাউন্টার নাম্বার 1 দিতে হবে। কিন্তু বিকাশ এ্যাপ্স দিয়ে পেমেন্ট করলে কাউন্টার নাম্বার প্রয়োজন হবে না। ফরম পূরণে বাংলা বা ইংরেজি অথবা উভয় ভাষার মিশ্রণ ঘটলেও ফরম সাবমিট হবে।

উল্লেখ্য থাকে যে, ফরমে তথ্যাদি সাবমিট ও টাকা পাঠানোর ২৪ ঘন্টার মধ্যে বিকাশ মার্চেন্ট নাম্বার 01868909020 হতে আপনার নাম্বারে রেজিস্ট্রেশন কনফার্মেশন এসএমএস যাবে। ফরমে তথ্যাদি সাবমিট ও টাকা পাঠানোর ২৪ ঘন্টার মধ্যে আপনি এসএমএস না পেলে বা অন্য কোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ জহিরুল ইসলাম- 01916335566, জনাব রাশেদুল ইসলাম মুরাদ (শিক্ষক)- 01833723538, রকিম উদ্দিন রকিব- 01815018146, মোহাম্মদ জাকারিয়া- 01829975520, আরমান সিদ্দিকী- 01812389255 ও  মিটন নাথ- 01882670290।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework