সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের র‌্যালী ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ ডিসেম্বর ১১, ০২:০৯ অপরাহ্ন

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে ১০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির পরিচালক ড. মাসুম চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাফর ইকবাল। আবছার উদ্দিন অলির সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এস.এম. আজিজ, সহ-সভাপতি আজিমুল ইসলাম চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, ওসমান সরওয়ার, মো. আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাজমা আক্তার, ইউসুফ খান, এড. প্রতাপ পাল, সালমা বেগম, শেখ সিরিনুর নিশি, আশরাফ আলী, বর্ষা আক্তার, মঞ্জুর আলম, কবির মোহাম্মদ, শাহ আলম, কহিনুর আক্তার, নাজিম আক্তার আমিরী, তসলিমা আক্তার নিশা প্রমুখ।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সিআরবিতে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি লায়ন মোহাম্মদ জাফর উল্লাহ এমজেএফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর হোছাইন কবির। বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় সকলের মানসিকতাকে প্রথমে উন্নত করতে হবে। ভাবতে হবে এ সমাজে সবার সমান অধিকার রয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে তাহলে সমাজ রাষ্ট্র দেশ এগিয়ে যাবে আগামীর পথে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework