সিইউজে’র প্রতিনিধি ইউনিটের নেতৃত্বে সাইদুল-সোহেল
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ জুলাই ১৪, ০৯:৪৫ অপরাহ্ন
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রতিনিধি ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক সাইদুল ইসলাম ইউনিট প্রধান এবং বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়ার ফটো করেসপন্ডেন্ট সোহেল সরওয়ার ইউনিট উপ-প্রধান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সিইউজে কার্যালয়ে প্রতিনিধি ইউনিটের এক সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিইউজের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, বিএফইউজে’র নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সিইউজের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের ও বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য দিদারুল আলম।
উপস্থিত ছিলেন, সিইউজের প্রিয় চট্টগ্রাম ইউনিটের প্রধান বিশু রায় চৌধুরী, সিইউজে সদস্য রেজা মুজাম্মেল, ওমর ফারুক, প্রীতম দাশ, সুজিত সাহা, সুজন ঘোষ, আবদুল্লাহ আল মামুন, মোস্তফা ইউসুফ, সামছুদ্দিন ইলিয়াছ, সুবল বড়ুয়া, শৈবাল আচার্য্য, এম এ কাউসার, আকমল হোসেন, জুয়েল শীল, রাজীব রায়হান, মিজানুর রহমান, আহমেদ মুসা, বিশ্বজিৎ পাল, জমির উদ্দিন, শহীদুল ইসলাম, এ এইচ এম কাউছার, তাসনীম হাসান, সরওয়ার কামাল, মোহাম্মদ সুমন, আবু সাঈম, বাচ্চু বড়ুয়া প্রমুখ।