সোমবার থেকে বিকেলে টিকা কার্যক্রম চালাবে জেনারেল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ সেপ্টেম্বর ১১, ০৩:৪০ অপরাহ্ন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে দুপুরে করোনা টিকা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি ১৫ সেপ্টেম্বর থেকে হাসপাতালের বর্হিবিভাগ চালানো সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নতুন সময় অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম এবং সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে বর্হিবিভাগ।  

সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় এবং করোনা টিকা কার্যক্রম নির্বিঘ্ন করতেই হাসপাতালের বর্হিবিভাগ সাময়িক বন্ধ রাখা হয়। যেহেতু করোনা সংক্রমণ কিছুটা কমে এসেছে তাই বর্হিবিভাগ পুনরায় চালু করা হচ্ছে। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বর্হিবিভাগ চালু থাকবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করোনা টিকা কার্যক্রম চালানো হবে।  

এরআগে গত ১৫ জুলাই হাসপাতালের বর্হিবিভাগের সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ৬০ দিন বন্ধ থাকার পর ১৫ সেপ্টেম্বর থেকে বর্হিবিভাগের এ সেবা পুনরায় চালু হচ্ছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework