চট্টগ্রামে ৪তলা ভবন হেলে পড়ায় এইভাবে নিজ নিজ মালামাল নিয়ে দ্রুত বেরিয়ে পড়ছেন ভবনটিতে কার্যক্রম চালিয়ে আসা ব্যবসায়ীরা।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ৪ তলা ভবন হেলে পড়ার ঘটনাটি ঘটে।
ভবন মালিক জানান, কিছুদিন আগে চারতলা ভবনের পাশে নালা সম্প্রসারণের জন্য ৩০ ফুট পর্যন্ত ভেঙ্গে ফেলা হয়। ভেঙ্গে ফেলার পর ভবনটির নিচের কিছু অংশ ফাঁকা থেকে যায়। এতে ভবনটির চারটি পিলার ভেঙ্গে গেলে মাটি সরে তা দেবে গিয়ে নালার দিকে হেলে পড়ে।
এদিকে ক্ষতিপূরণের দাবিও জানান ভবন মালিক।
সকালে দোকানেরর তালা খুলতে গিয়ে ব্যবসায়ীরা তালা খুলতে না পারায় দেখতে পান ভবনটি হেলে পড়েছে।
পরে বায়েজিদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে হেলে পড়ার ভবনে থাকা ব্যবসায়ীদের সরিয়ে দেন এবং ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।
ভবনটিতে ছয়টি বাণিজ্যিক অফিস, দুটি মোদির দোকান ও ফটোকপির দোকান ছিল।