করোনাকালের বিধিনিষেধ উঠে যাওয়ায় সারা দেশে সাংগঠনিকভাবে আবারো মাঠে ফিরছে আওয়ামী লীগ। দলটি আজ থেকে শুরু করছে তাদের তৃণমূল সম্মেলন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলটির লক্ষ্য তৃণমূলকে শক্তিশালী করা।
এ জন্য দলের সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মেয়াদ উত্তীর্ণ জেলা, উপজেলা, ইউনিয়নের সম্মেলন শেষ করতে। অন্যদিকে সদ্য শেষ হওয়া আট ধাপের ৪১৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠে ছিল। নির্বাচনি সহিংসতায় প্রাণও গেছে শতাধিক। তাই এবার বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থানে দল।
দলের বিদ্রোহী প্রার্থীদের কোনো গুরত্বপূর্ণ পদ-পদবী দেয়া হবে না। দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাদের শাস্তি পেতেই হবে। নির্বাচনে জিততে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই। তাই তৃণমূল ঢেলে সাজানোর পরিকল্পনা তাদের।
তবে, বিদ্রোহীদের মদদদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নেয়ার কথা বলা হলেও এখনই সেটা হচ্ছে না বলে জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা।