স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোমবার
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ অক্টোবর ১৮, ০৩:৩১ অপরাহ্ন
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি সোমবার (১৯ অক্টোবর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।
কাদের বলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির একটি তালিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের কাছে হস্তান্তর করা হবে। যুগ্ম সাধারণ সম্পাদক সেই তালিকা দেখে দিলে সোমবার ঘোষণা হবে ।