খুব সকালে গোসল, হতে পারে যেসব ক্ষতি

লাইফস্টাইল প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ অক্টোবর ২৮, ০১:৫৮ অপরাহ্ন

প্রতিদিন সকালে গোসল করায় রয়েছে অনেক উপকারিতা। এতে মন ভালো থাকে। শরীর ঝরঝরে থাকে। এ ছাড়া সকালে গোসল করার অনেক ধরনের উপকার রয়েছে।

সকালে গোসল করলে উদ্বেগ, মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে। সকালে ঘুম ঘুম ভাব কাটাতে সাহায্য করে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করা। রক্ত চলাচলও ভালো হয়। সকালে গোসল করলে চুল এবং ত্বকও যত্নে থাকে।
 
এ ছাড়া যদি সর্দি-কাশি, ঠাণ্ডার সমস্যা থাকে তাহলে সকালে হালকা গরম পানিতে গোসল করলেও মিলবে আরাম।
 
কিন্তু সব ভালো দিকের খারাপ দিকও আছে। যেমন- প্রতিদিন সকালে গোসল করলে সারা দিনের ধুলো-ময়লা জমতে থাকে শরীরে। ঘাম বেশি হলে সেসব ময়লা শরীরে বসে যায়। এতে স্কিনের সমস্যা হতে পারে।
 
এ ছাড়া রাতে বাসাই ফিরে গোসল না এর প্রভাব পড়তে পারে ঘুমের ওপরও। ঘুমের আগে প্রতিদিন কুসুম গরম পানিতে গোসল করলে সে সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework