বারান্দায় ক্যাপসিকাম ফলাবেন?

লাইফস্টাইল ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ ডিসেম্বর ১৫, ০২:৩০ অপরাহ্ন

বেল পেপার বা ক্যাপসিকাম পুষ্টিগুণে অনন্য একটি সবজি। এক চিলতে বারান্দাতেই চাষ করতে পারেন এই সবজি। শীতে ক্যাপসিকামের বীজ রোপণ করলে ভালো ফলন হওয়ার সম্ভাবনা থাকে। 

কেমন টব বেছে নেবেন
ক্যাপসিকাম চাষের জন্য এমন টব বেছে নিন যেটার নিচে বেশ কয়েকটি ছিদ্র আছে। এতে বাড়তি পানি জমে থাকবে না মাটিতে। টবের বদলে জিও ব্যাগ বা গ্রো ব্যাগে লাগাতে পারেন গাছ। অন্তত ১০ থেকে ১২ ইঞ্চি গভীর টব বাছাই করতে হবে।

বীজ নাকি চারা?
চারা রোপণ করতে চাইলে মোটামুটি এক মাস বয়সী চারা রোপণ করুন। বীজ থেকে চারা তৈরি করতে চাইলে সিডিং ট্রে বা ছোট পাত্রে মাটি দিয়ে ২-৩ সেন্টিমিটার গভীরে বীজ পুঁতে দিন। ৩ সপ্তাহের মধ্যেই জার্মিনেট হয়ে যাবে বীজ। দুটো পাতা হলেই সেটিতে টবে রোপণ করে দিতে পারবেন।  

সার ও মাটি
এক তৃতীয়াংশ জৈব সার মিশিয়ে মাটি প্রস্তুত করতে পারলে ভালো। এছাড়া কোকো পিট, নিমের কেকও মেশাতে পারেন। টবে রোপণ করার এক মাস পর ১ চা চামচ ইউরয়া সার দিন।

কোথায় রাখবেন টব
আলো, বাতাস ও হালকা রোদ পড়ে এমন স্থান উপযুক্ত ক্যাপসিকাম চাষের জন্য। প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা সূর্যের আলোতে রাখতে হবে গাছ।

জেনে নিন

  • পানি এমনভাবে দিতে হবে যেন মাটি পুরোপুরি শুকিয়ে না যায়, আবার পানি জমেও না থাকে।

  • গাছের গোড়া শুকনো পাতা দিয়ে ঢেকে দিতে পারেন।

  • শক্ত খুঁটির ব্যবস্থা করতে হবে যেন গাছ হেলে না পড়ে।

  • চারা লাগানোর তিন মাসের মধ্যেই ফল দিতে শুরু করবে গাছ।

  • গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ হলে সাবান-পানি স্প্রে করতে পারেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework