ভালোবাসা, অনুভূতি, অনুভব জীবনের জন্য অবিচ্ছেদ্য অংশ। সঠিক জীবন সঙ্গী জুটে গেলে তো সুখের অন্ত নেই।
যাকে ছাড়া জীবন অর্থহীন মনে হয়, সেই প্রিয় মানুষটি আপনাকে সত্যিকারের ভালোবাসেন কিনা, জেনে নিতে পারেন আপনার প্রতি তার কিছু আচরণের মাধ্যমে! কেমন করে? বিশেষজ্ঞরা বলেন-
ভালোবাসা শুধু মনে থাকলেই চলবে না। ভালোবাসার প্রকাশও থাকবে, যা নিয়ে যাবে আপনাকে সুখের রাজ্যে।
মনে রাখবেন, ভালোবাসা একতরফা হয় না। দু’জনকেই হতে হবে সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল। কমিটমেন্ট থাকবে, তা রক্ষাও করতে হবে।