নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ১৫, ১১:১০ পূর্বাহ্ন
#
আয়ারল্যান্ডের পর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে নেদারল্যান্ডস। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সিদ্ধান্ত নিয়েছে ডাচ সরকার।
এরই মধ্যে ডাচ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ২৯ মার্চ পর্যন্ত এই স্থগিতাদেশ চলবে। ভ্যাকসিন ব্যবহারের সর্তকর্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে নরওয়েতে প্রাপ্তবয়স্কদের রক্তে জমাট বাধার খবর প্রকাশের পর আয়ারল্যান্ড ন্যাশনাল ইমিউনাইজেশন অ্যাডভাইজরি কমিটি (এনআইএসি) একই সিদ্ধান্ত নিয়েছিল।
কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে, ভ্যাকসিনের সাথে রক্ত জমাট বাধার ঝুঁকির মধ্যে কোনও যোগসূত্র নেই।আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের পর ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়া, আইসল্যান্ড এবং থাইল্যান্ড ইতিমধ্যে তাদের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দিয়েছে।
২৪ টিভি/এডি
মন্তব্য করুন