বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৪ আশ্বিন ১৪৩১
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

নাজিরহাট কলেজে ২০২৪-২০২৫ইং শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ সেপ্টেম্বর ১৮, ০৫:২৪ অপরাহ্ন
#

ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির ২০২৪-২০২৫ইং শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ভাল ফলাফল ও সুনাগরিক হিসেবে নিজকে তৈরির বিষয়ে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।

ওরিয়েন্টেশন কমিটির আহবায়ক অধ্যাপক নাছির উদ্দীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মহোদয় বলেন- তোমাদের হাতেই নির্মিত হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। উচ্চ মাধ্যমিক স্তর স্বল্প পরিসর হলেও এ স্তরের গুরুত্ব সর্বাধিক। তাই এই গুরুত্বপূর্ণ সময়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে ব্যক্তি জীবনে সাফল্যের মজবুত ভিত রচনার মাধ্যমে উন্নত জাতি গঠনে সফল অংশীজন হিসেবে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রত্যাশা রাখি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক অনোমদর্শী বড়–য়া, অধ্যাপক মোঃ মহিউদ্দীন, অধ্যাপক আখতার আলম, অধ্যাপক লিটন ভট্টাচার্য্য, অধ্যাপক আবুল ফয়েজ মোঃ মোস্তাফা, অধ্যাপক শিরিন আকতার, অধ্যাপক রোজী মজুমদার, অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য্য, অধ্যাপক তপন কুমার নাথ, অধ্যাপক ফওজিয়া সুলতানা, অধ্যাপক শাহ জামান সরকার প্রমূখ। সবশেষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ দেলাওয়ার হোসেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক এবং অধ্যাপক জান্নাতুল ফেরদৌস

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video