বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৪ আশ্বিন ১৪৩১
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

রাউজান উপজেলাকে ধূমপানমুক্ত করতে অবহিতকরণ সভা

ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
প্রকাশিত : রবিবার, ২০২৪ জুলাই ০৭, ০৪:৫২ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাউজান উপজেলাকে ধূমপানমুক্ত করার লক্ষ্যে অবহিতকরণ সভা ও ৫১ জন ক্যান্সারে আক্রান্ত রোগীকে আর্থিক অনুদান (চেক) প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই রোববার সকাল ১০ ঘটিতায় রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি)  রিদুয়ানুল ইসলাম। এ সময় ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানকে ধুমপানমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, ধুমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে এলাকার মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। ধুমপানে যে অর্থ অপচয় হচ্ছে তা রোধ করে সরকার যে জনগণের জন্য পেনশন স্কিমের মতো একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন তাতে প্রতিটি মানুষকে অন্তভূক্ত করা গেলে একজন মানুষ তার জীবদ্দশায় সুন্দরভাবে জীবন-যাপন করতে পারবে।
অবহিতকরণ সভা শেষে উপজেলার ৫১ জন ক্যান্সারে আক্রান্ত রোগীকে আর্থিক অনুদান (চেক) প্রদান করা হয়

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video