বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৪ আশ্বিন ১৪৩১
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

সীতাকুণ্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২৪ জুলাই ১০, ০৬:১১ অপরাহ্ন
#

সীতাকুণ্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দায়ে তিন ব্যবসায়ীদের জরিমানা করা হয়।সীতাকুণ্ডে বিভিন্ন এলাকায় যে খানে খুশি সেখানে  অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। অভিযানে বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীর কে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পন্থিছিলা, বারৈয়াঢালা ও পৌরসদর বাজারে অভিযান চালানো হয়। এ

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়।অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়।
ইউএনও কে এম রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, যে খানে সেখানে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় অভিযান চালিয়েছেন সে। অভিযানকালে বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না থাকায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইনে মহিম স্টোরকে ৩০ হাজার টাকা, মদিনা স্টোরকে ২০ হাজার টাকা এবং জামাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video