বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৪ আশ্বিন ১৪৩১
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে নাগরিক কমিটির গণসংবর্ধনা

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৪ Jun ২৯, ০৪:১৮ অপরাহ্ন
#




চট্টগ্রামের বাঁশখালী পুকুরিয়া নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান,  ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে সংবর্ধেয় অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম।

২৮ জুন (শুক্রবার) বিকেলে পুকুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নাগরিক কমিটির উদ্যোগে গণসংবর্ধনা কমিটি ও নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাহবার আলম আনওয়ারের সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন ব্যাংক (পিএলসি) এর ব্যবস্থাপনা পরিচালক এ.বি. এম মোকাম্মেল হক চৌধুরী আলাল।

সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালীর পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, চাঁদপুর বেলগাঁও চা বাগান  ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ চা সংসদীয় টি -বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান মোঃ আবুল বাশার, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে. এম. সালাউদ্দিন কামাল, বাহারচড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী (ইউনুস), সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, ইউনিয়ন ব্যাংক বাঁশখালী শাখার ম্যানেজার মোর্শেদ আলম, সাধনপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক সেলিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন পুকুরিয়া ইউপি সদস্য ফরিদ আহমদ, আমজাদ হোসেন, মনির আহমদ, মহিলা সদস্যা রায়ান জন্নাতসহ ইউপি সদস্যরা ও  চাঁদপুর ব্যবসায়ি সমিতির সভাপতি ও সিবি হসপিটালের শেয়ার হোল্ডার নুরুল আলম (লিটু)।

গণসংবর্ধনা কমিটির সদস্য-সচিব ও পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আকতার হোসাইন ও আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সমন্বয়ক বোরহান উদ্দিন, এম নেওয়াজ, মোঃ সেলিম আক্তার, এ. আর সাঈদ চৌধুরী,পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খাঁন, আবেদুল ইসলাম লিটন, ইমরানুল কায়েস, প্রবাসী নাছির উদ্দীন, মাষ্টার সাইফুদ্দিন, যুবলীগ নেতা মিজান সিকদার, মোঃ হামিদ হোসাইন, আতাউল্লাহ আল আজাদ, ছাত্রলীগ নেতা মোঃ সাজ্জাদ (শাওন) পুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  মাহফুজুল হক ও নাগরিক কমিটির অন্যান্য সদস্যরাসহ বিভিন্ন নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে এ.বি.এম মোকাম্মেল হক চৌধুরী আলাল বলেন, বাঁশখালীর মানুষ একজন যোগ্য ও জনদরদী মানুষকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলাম এর হাত ধরে বাঁশখালীর উন্নয়ন বয়ে আসবে, ইনশাআল্লাহ।

নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, বাঁশখালীতে দলমত নির্বিশেষে জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে, আমি প্রত্যেক দলের মানুষের কাছে ঋণি, কারণ আমার জীবনের চাওয়ার তুলনায় বাঁশখালীর আপামর জনসাধারণ আমাকে বেশি সম্মান দিয়েছে, কে আমাকে ভোট দিয়েছে কে দিতে পারেনি সেটা আমার দেখার বিষয় নয়। কারো প্রতি আমার আক্রোশ নেই, থাকবেও না, আমি দলমত নির্বিশেষে সকলের সেবক হিসেবে বাঁশখালীর উন্নয়ন ও জন স্বার্থে আমি কাজ করে যাবো, এটাই আমার প্রতিজ্ঞা, এটাই আমার প্রতিশ্রুতি।

সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রধান ও শিক্ষক-শিক্ষিকাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলমকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video