সোমবার, ২০২৫ মে ১২, ২৯ বৈশাখ ১৪৩২
#
আন্তর্জাতিক আন্তর্জাতিক

ওমিক্রনে টালমাটাল আফ্রিকা, ক্ষতিগ্রস্ত বহু বাংলাদেশি


প্রকাশিত : সোমবার, ২০২১ ডিসেম্বর ০৬, ০১:৪৭ অপরাহ্ন
#

মহামারি করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে টালমাটাল দক্ষিণ আফ্রিকা। জ্যামিতিক হারে বাড়তে থাকা করোনার এ ধরনকে চতুর্থ ধাপের থাবা বলছে দক্ষিণ আফ্রিকা সরকার।

গেল সপ্তাহ থেকে বাড়তে থাকা করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে ছোট বড় সব বয়সীরাই আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা।

নতুন এ ভ্যারিয়েন্ট মোকাবিলায় দেশটিকে সহযোগিতার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমনকি অচিরেই সবচেয়ে বেশি আক্রান্ত জোহান্সেবার্গের ঘাউটেং প্রদেশে বিশেষজ্ঞ দল পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে ওমিক্রন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় ফ্লাইট বিড়ম্বনায় দেশে যেতে পারছে না অসংখ্য প্রবাসী বাংলাদেশি। ডিসেম্বরের স্কুল ছুটিতে টিকেট কেটেও পরিবার পরিজন নিয়ে দেশে যেতে না পারায় আর্থিক এবং মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video